নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টা সীমিত থাকবে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম
ছবি : সংগৃহীত
নিরাপত্তাজনিত বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কারও প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসেবা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিমানবন্দরের অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশেষ নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
আরো পড়ুন : জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতায় বিএনপি
এ সময় যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, এই নিরাপত্তা নির্দেশনার পেছনে তার আগমনকেন্দ্রিক প্রস্তুতির বিষয়টিও যুক্ত রয়েছে।
