×

পাকিস্তান

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৩৬ এএম

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর। ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের বিরুদ্ধে আট বছর ধরে ঝুলে থাকা মদ ও অবৈধ অস্ত্র মামলায় শেষ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত।

শনিবার (১৯ জুলাই) বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছে জিও টিভি।

আদালত জানিয়েছেন, গান্ডাপুরের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সাক্ষীদের জবানবন্দি ইতোমধ্যেই শেষ হলেও মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে নিজের বক্তব্য আদালতে রেকর্ড করাতে টালবাহানা করছেন বলে মন্তব্য করেছেন বিচারক।

শুনানির শুরুতে আদালত গান্ডাপুরকে শেষবারের মতো সময় দিয়ে হুঁশিয়ারি দেন, নির্ধারিত তারিখে হাজির না হলে মামলার রায় অনুপস্থিতিতেই ঘোষণা করা হবে এবং তার বক্তব্য রেকর্ড করার অধিকারও বাতিল হয়ে যাবে।

আরো পড়ুন : ভারতীয় ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ল

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২১ জুলাইয়ের মধ্যে আলি আমিন গান্ডাপুরকে আদালতে হাজির করতে হবে। আদালত আরো জানিয়েছেন, পেশোয়ার হাইকোর্টের আগের রায় এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে কোনো বাধা সৃষ্টি করে না।

এদিকে, এই মামলার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সরগরম অবস্থায় রয়েছেন গান্ডাপুর। তিনি সম্প্রতি লাহোর থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতৃত্বে নতুন সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছেন। কারাবন্দি দলীয় প্রধান ইমরান খানের নির্দেশনায় আগামী ৫ আগস্টের মধ্যে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝালকাঠিতে মাদ্রাসা ভবনের পলেস্তারা খসে ৭ শিক্ষার্থী আহত

ঝালকাঠিতে মাদ্রাসা ভবনের পলেস্তারা খসে ৭ শিক্ষার্থী আহত

রাজনৈতিক প্রভাবমুক্ত সৎ অফিসাররাই পদোন্নতির যোগ্য : ড. ইউনূস

রাজনৈতিক প্রভাবমুক্ত সৎ অফিসাররাই পদোন্নতির যোগ্য : ড. ইউনূস

মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষের সময় নির্ধারণ

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষের সময় নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App