×

পাকিস্তান

কান্দাহারে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম

কান্দাহারে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০

হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। ছবি : সংগৃহীত

অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং অন্তত ১৭৯ জন আহত হয়েছেন।

এ তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।

স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা’র বরাত দিয়ে তোলো নিউজ জানায়, নিহতদের সবাই বেসামরিক নাগরিক এবং তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে।

গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে সংঘাত ও পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে গিয়েছিল পাকিস্তান ও আফগান সেনাবাহিনী। তবে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন করে বিমান হামলা শুরু হয়।

হামলার এক প্রত্যক্ষদর্শী হাজি বাহরাম তোলো নিউজকে বলেন, আমি আমার জীবনে এত নির্মমতা কখনও দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা আজ নারী, শিশু ও নিরীহ বেসামরিক মানুষের ওপর বোমা ফেলেছে।

শুধু বিমান হামলাতেই নয়, পাকিস্তানি স্থলবাহিনীও স্পিন বোলদাক শহরের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাক এলাকায় ধারাবাহিক আর্টিলারি গোলা বর্ষণ করে। এতে বহু ঘরবাড়ি, দোকান ও স্থাপনা ধ্বংস হয়ে যায় এবং হতাহত হয় আরো অনেকে।

আরো পড়ুন : যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের

সাম্প্রতিক এই সংঘাতের মূলে রয়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তালেবান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের দাবি, টিটিপি আফগান তালেবান সরকারের মদত ও আশ্রয় পাচ্ছে, যদিও কাবুল এ অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, ৯ অক্টোবর পাকিস্তানের বিমান বাহিনী কাবুলে এক অভিযানে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে। এর দুই দিন পরই খাইবার পাখতুনখোয়া সীমান্ত এলাকায় পাক-আফগান সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা চার দিন ধরে চলে। যুদ্ধবিরতি শেষ হওয়ার দিনই মির আলী সেনা ক্যাম্পেও নতুন হামলা ঘটে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এয়ারপোর্ট আগুনে সব হারিয়ে নিঃস্ব মানুষের আর্তনাদ

এয়ারপোর্ট আগুনে সব হারিয়ে নিঃস্ব মানুষের আর্তনাদ

শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App