শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম

ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে আরো ১৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে অন্যান্য ইউনিটও যোগ দেয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের ভয়াবহতা তীব্র। বর্তমানে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরো ১৬টি ইউনিট সেখানে যাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।
আরো পড়ুন : বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন।
এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নি নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।