×

অন্যান্য

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:১২ এএম

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

এনসিপির বিক্ষোভ আজ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। 

জাতীয় প্রেসক্লাব চত্বরে বিকেল ৪টায় সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাংলামটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন, উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার ও উত্তরের দফতর সমন্বয়কারী এম এম শোয়াইব।

এনসিপির তিন দফা দাবি:

১. গোপালগঞ্জে দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ।
২. ভিডিও ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা।
৩. দেশের অন্য জেলায় এনসিপির পদযাত্রা নিরাপদ করতে নিরাপত্তা জোরদার করা।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বারবার বাধা সৃষ্টি করছে সরকারঘনিষ্ঠ বাহিনী ও গোয়েন্দা সদস্যরা। 

তারা বলেন, এই হামলা শুধু একটি দলের বিরুদ্ধে নয়, গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের অধিকারের বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সারাদেশে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলছে। এই কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি পদযাত্রায় হামলার ঘটনা ঘটে, যা দেশব্যাপী সমালোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা কেনার প্রস্তাব

মার্কিন কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা কেনার প্রস্তাব

ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

কালিয়াকৈর হাইটেক সিটি ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

ইসরায়েলকে ‘রক্তপিপাসু’ বললেন এরদোগান

ইসরায়েলকে ‘রক্তপিপাসু’ বললেন এরদোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App