×

অন্যান্য

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন নিয়ে যা বললেন পাটওয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৩:৫২ পিএম

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন নিয়ে যা বললেন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে তাকে গুজব বলে দাবি করেছন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দুইটার দিকে সময় সংবাদের কাছে মুঠোফোনে তিনি এই দাবি করেন।

এর আগে বেলা দেড়টার দিকে কিছু সংবাদমাধ্যমে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ বিষয় জানতে চাইলে পাটওয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।

এর আগে জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, কক্সবাজারের সি পার্ল হোটেলে পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন এনসিপি নেতারা। বৈঠকে দলটির যেসব শীর্ষ নেতা উপস্থিত আছেন বলে উল্লেখ করা হয়, তারা হলেন- সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ।

এদিকে জুলাই শহীদদের স্মরণে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। সেখানে আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণে উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এনসিপিও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা, পরিবার পাবে সুরক্ষা

জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা, পরিবার পাবে সুরক্ষা

জুলাই ঘোষণাপত্রে যা যা আছে

জুলাই ঘোষণাপত্রে যা যা আছে

সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’

সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App