×

অন্যান্য

খালেদা জিয়ার মৃত্যুতে এনডিএম নেতার শোকবার্তা

Icon

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে এনডিএম নেতার শোকবার্তা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাংগঠনিক সম্পাদক শাহেদুল আজম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি এ শোকবার্তা জানান।

শাহেদুল আজম বলেন, আজ বাংলাদেশ তার ইতিহাসের এক মহান ব্যক্তিত্বকে হারাল। বেগম খালেদা জিয়া এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, সাধারণ মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, পরিবার কিংবা নিজের নিরাপত্তার চেয়েও তিনি দেশ ও জাতির স্বার্থকে সর্বাগ্রে রেখেছিলেন। নীতির প্রশ্নে তিনি কখনোই আপস করেননি।

তিনি আরো বলেন, হয়তো মানুষের আবার স্বাধীনতার স্বাদ ফিরে আসার পর তিনি অনুভব করেছিলেন যে, তার দায়িত্ব সম্পন্ন হয়েছে। অগণিত মানুষের ভালোবাসা, সম্মান ও দোয়া সঙ্গে নিয়েই তিনি এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

শাহেদুল আজম বলেন, বাংলাদেশ চিরদিন বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ তাআলা যেন তার ত্যাগ ও অবদানের সর্বোত্তম প্রতিদান দেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।

শোকবার্তায় তিনি বলেন, ‘বিদায়, ম্যাডাম— কৃতজ্ঞ একটি জাতির ভালোবাসা ও সম্মানে আবৃত হয়েই আপনি বিদায় নিলেন। ইতিহাস আপনাকে স্মরণ রাখবে, আর মানুষ আপনাকে হৃদয়ে বহন করে যাবে চিরকাল।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

সজীব ওয়াজেদ জয় জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

খালেদা জিয়ার মৃত্যুতে এনডিএম নেতার শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে এনডিএম নেতার শোকবার্তা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

ঢাকায় হঠাৎ তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হঠাৎ তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App