×

রাজনীতি

শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি শামীম ওসমানের ২০২২ সালের হজের ছবিতে দাঁড়ি-গোফ যুক্ত করে সাম্প্রতিক ছবি বলে প্রচার করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানিয়েছে, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আলোচিত এই ছবিটি আসল নয়। বরং ২০২২ সালে মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময়ের শামীম ওসমানের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সেখানে দাড়ি-গোঁফ যুক্ত করে সাম্প্রতিক ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ জুলাই ‘মহানবী (সা.)-এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত ছবিটির সঙ্গে আলোচিত ছবিটির পোশাক, ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায়। এই ছবিতে শামীম ওসমানের মুখে দাড়ি-গোঁফ ছিল।

আরো পড়ুন: জানুয়ারিতে দেশে আসবেন শেখ হাসিনা, যা জানা যাচ্ছে

ওই প্রতিবেদন থেকে জানা যায়, সে বছরের জুলাইয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন শামীম ওসমান। মদিনায় পৌঁছে সেখানে তিনি মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের পর একটি ক্ষুদ্র ভিডিওবার্তা দেন। সে সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন।

এ ছাড়াও আরেক গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৫ জুলাই ‘মহানবী (সা.)-এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত শামীম ওসমানের ওই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। সেখানেও আলোচিত ছবিটির অনুরূপ দৃশ্য দেখা যায়। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শামীম ওসমানের পুরোনো ছবি সম্পাদনা করে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার হচ্ছে।

শামীম ওসমানের বর্তমান অবস্থান বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। সুতরাং ২০২২ সালের মদিনায় শামীম ওসমানের একটি ভিডিও থেকে তার ছবি নিয়ে তাতে দাঁড়ি-গোঁফ যুক্ত করে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পাদিত।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

সারাদেশে বৃষ্টি, তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

সারাদেশে বৃষ্টি, তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন জোরালো!

ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন জোরালো!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App