×

বিএনপি

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় সবাইকে ধৈর্যশীল হতে হবে এবং যেকোনো উসকানির মুখে শান্ত থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে আগামী দিনের নেতৃত্বের দায়িত্ব এখন থেকেই গ্রহণ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনে দেশ পরিচালনা করবে এবং বাংলাদেশকে গড়ে তুলবে। সেই দায়িত্ব গ্রহণ করে শক্ত গণতান্ত্রিক ভিত্তি ও অর্থনৈতিক ভিতের ওপর একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, তার সঙ্গে মঞ্চে বহু জাতীয় নেতা উপস্থিত আছেন। তিনি সবাইকে একসঙ্গে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান। 

তিনি বলেন, মঞ্চে ও মঞ্চের বাইরে থাকা সব জাতীয় নেতৃবৃন্দ মিলেই দেশকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। এজন্য যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং যেকোনো উসকানির মুখে ধীর-স্থির থাকতে হবে।

আরো পড়ুন : তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। “পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি”—এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, উন্নয়নের জন্য এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।

তিনি আরো বলেন, এই পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করতে হলে শুধু তার একার নয়, বরং গণতন্ত্রের পক্ষে থাকা সারা বাংলাদেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। উপস্থিত জনসমুদ্রের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যদি পাশে থাকে এবং সহযোগিতা করে, তাহলে ইনশাআল্লাহ ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরাপদ ও শান্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

নিরাপদ ও শান্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App