×

রাজনীতি

ট্রাম্পের বক্তব্যের কড়া নিন্দা জানালো জামায়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

ট্রাম্পের বক্তব্যের কড়া নিন্দা জানালো জামায়াত

ছবি: সংগৃহীত

আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’ বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১০ ফেব্রুয়ারি যে হুমকি দিয়েছেন।  তার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১২ ফেব্রুয়ারি) দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান।

তিনি বলেন, গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ১০ ফেব্রুয়ারি যে হুমকি দিয়েছেন আমি তার নিন্দা জানাচ্ছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন,ইসরায়েলিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দিমুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ‘গাজাকে জাহান্নাম বানানোর’ হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এ হুমকি সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।

ট্রাম্প এমন হুমকি দেয়ার মধ্য দিয়ে ‘আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্রেরই ইঙ্গিত দিলেন’ উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যে ‘গোটা বিশ্বে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।’

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের হুমকি প্রদান করা থেকে বিরত থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে ইসরায়েলিদের বাধ্য করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বানও জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্টার লোকাল প্রেসিডেন্ট সম্মাননা পেলেন আবু সুফিয়ান নিলাভ

মঙ্গোলিয়ায় জেসিআই স্টার লোকাল প্রেসিডেন্ট সম্মাননা পেলেন আবু সুফিয়ান নিলাভ

বাংলাদেশ কি শুধু রাজনীতিবিদদের ক্যারিয়ার গড়ার জন্য জন্মেছিল?

বাংলাদেশ কি শুধু রাজনীতিবিদদের ক্যারিয়ার গড়ার জন্য জন্মেছিল?

নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইস’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইস’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’

৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App