মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসেই দিলেন বক্তৃতা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৬:০৯ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় দুইবার অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে অসুস্থতা সত্ত্বেও থামেনি তার বক্তব্য।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ মঞ্চে পড়ে যান তিনি। তখন আশপাশের নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ডা. শফিক। কিন্তু দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে পড়ে যান তিনি।
পরে জামায়াতের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। স্বেচ্ছাসেবকরা দ্রুত তৎপর হয়ে ওঠেন। এরপর তিনি বসে বসেই বক্তব্য দেন।
বক্তব্যে জামায়াত আমির বলেন, “আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, ততদিন লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মুক্তি না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই, মালিক হব না, সেবক হব।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কোনো এমপি-মন্ত্রী প্লট নেবে না, শুল্কমুক্ত গাড়ি নেবে না, দুর্নীতি করবে না। চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা সহ্য করবো না। যুবকদের এটা স্পষ্ট করে বলতে চাই। বন্ধুগণ, আমি জামায়াতের আমির হয়ে নয়, ১৮ কোটি মানুষের একজন হয়ে কথা বলতে এসেছি।”