×

রাজনীতি

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে নতুন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেছেন, আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটি লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয়ী হব।

জামায়াতের লক্ষ্য ও প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, মুক্তি না পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আমরা এমন একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ব যেখানে সবাইকে নিয়েই এগোতে হবে।

বক্তব্য দিতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। পরে দলের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পর তিনি বসে বসেই বক্তব্য চালিয়ে যান। এসময় তিনি বলেন, “আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, ততক্ষণই বাঁচব। এক মিনিটও বেশি থাকতে পারব না। তাই কেউ বিচলিত হবেন না।

ক্ষমতায় গেলে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পাই, আমরা মালিক হব না, সেবক হব ইনশাআল্লাহ।

তিনি আরও ঘোষণা দেন, বাংলাদেশ জামায়াত থেকে যারা এমপি-মন্ত্রী হবেন, তারা কেউ সরকার থেকে কোনো প্লট নেবেন না, শুল্কমুক্ত গাড়িতে চড়বেন না, নিজের হাতে টাকা চালাবেন না। বরাদ্দের কাজ শেষ হলে ১৮ কোটি মানুষের কাছে হিসাবের প্রতিবেদন তুলে ধরবেন। চাঁদা নেব না, দুর্নীতি করব না, এবং কারও দুর্নীতি সহ্যও করব না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App