নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ বলায় কক্সবাজারের ঈদগাহ ও চকরিয়ায় সমাবেশ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চকরিয়ায় তাদের পথসভা করার জন্য নির্ধারিত জায়গায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে এবং আশপাশের সড়কের ডিভাইডার ভাঙচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সমাবেশ বাতিল করে এনসিপি নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে কক্সবাজার ছেড়ে বান্দরবান চলে যান।
‘জুলাই পদযাত্রা’র গাড়িবহরে থাকা এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন শনিবার বিকেল ৫টায় বলেন, তারা চকরিয়া পার হয়েছেন, কিন্তু কিছু লোক আটকা পড়েছেন। ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার কক্সবাজারে সমাবেশ করেন এনসিপি নেতাকর্মীরা। দুপুরে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘আপত্তিকর’ বক্তব্য দেন।
তিনি বলেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন; মানুষের জায়গা জমি দখল করছেন; চাঁদাবাজি করছেন। এই বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুপুর আড়াইটার দিকে সমাবেশ শেষ করে কক্সবাজার ছাড়ে এনসিপির গাড়িবহর। যাত্রাপথে সমাবেশ করার কথা ছিলো ঈদগাঁও উপজেলায়। সেখানে বিএনপির তোপের মুখে সমাবেশ না করেই রওনা চলে যান এনসিপি নেতাকর্মীরা। এরই মধ্যে চকরিয়াতে এনসিপির সমাবেশস্থলে ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় পুলিশ হামলাকারীদের ধাওয়া দেয়। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা।
এই বিষয়ে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এরপর কক্সবাজারেও বিক্ষোভে নামে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা এনসিপির সমাবেশ ঘিরে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে সড়কে আগুন দেয়। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে।
জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, সালাউদ্দিন আহমদ সারা বাংলাদেশের অহংকার। আর তার নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নাসীরুদ্দীন পারিবারিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত নয় বলে এই ধরনের বক্তব্য দিয়েছেন।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯৬-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। এরপর ২০০৮ সালের নির্বাচনে ওই আসনে সংসদ সদস্য হন সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ।