×

রাজনীতি

রিজভীর প্রশ্ন

এনসিপি নেতারা কক্সবাজারে যেতেই পারেন, কিন্তু লুকোচুরি কেন?

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

এনসিপি নেতারা কক্সবাজারে যেতেই পারেন, কিন্তু লুকোচুরি কেন?

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে মানুষের মনে সন্দেহ-সংশয় জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

রিজভীর ভাষ্য, এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গেছেন, তারা যেতেই পারেন। অসুবিধার কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সঙ্গে আপনাদের আলাপ-আলোচনা হয়, প্রোগ্রাম হওয়ার থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, এই লুকোচুরি কেন? এটা করবেন না।

এনসিপির ওই নেতাদের উদ্দেশে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন। সেখানে অংশগ্রহণ করেছেন। জনগণ চায়, গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছেন, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। আজকে কেন আপনারা সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? 

দলটির শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনারা যেকোনো কাজেই যেতে পারেন, যে কারও সঙ্গেই সাক্ষাৎ করতে পারেন।ওটা প্রকাশ্যে জানিয়ে দিন। তাহলে তো আর কোনো প্রশ্ন আসে না। লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র খুঁজবে। এখান থেকে নানা কাহিনী রচিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

কলিমুল্লাহসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কলিমুল্লাহসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App