×

রাজনীতি

‘ধানের শীষ আমাদের অস্তিত্বের প্রতীক, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

‘ধানের শীষ আমাদের অস্তিত্বের প্রতীক, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না’

রবিউল ইসলাম নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বেশ সক্রিয়ভাবেই নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সম্ভাব্য তালিকায় তিনি নেই। মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করেছেন।

সোমবার (৩ নভেম্বর) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন। নয়ন বিষয়টি মেনে নিয়ে দলের প্রতি আস্থা রেখেছেন। 

ফেসবুকে এক পোস্টে নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা, মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সব ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, ধানের শীষ আমাদের অস্তিত্ব।

নয়ন সম্প্রতি মাগুরায় দুটি জনসভা সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিগত সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়া নয়ন সাহসী নেতৃত্ব ও দলীয় ত্যাগের জন্য পরিচিত মুখ।

মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে রবিউল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৪৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব পদে উন্নীত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ধানের শীষ আমাদের অস্তিত্বের প্রতীক, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না’

‘ধানের শীষ আমাদের অস্তিত্বের প্রতীক, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না’

তিন দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

তিন দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ

বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ

বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত

বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App