×

প্রবাস

প্রবাসের কবিতা: হৃদয়ে বসন্ত

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম

প্রবাসের কবিতা: হৃদয়ে বসন্ত

বসন্তে রঙের মেলা বসে প্রকৃতিতে

বসন্ত এলো, দখিন হাওয়া,

নিলো মনটা উড়িয়ে,

ফুলের গন্ধ, রঙের মেলা,

প্রেমের সুরে জুড়িয়ে।

শিমুল-পলাশ আগুন রাঙা,

ডালে ডালে ঢেউ,

মধুমাখা সেই সুবাস ভেসে

মনকে রাখে মৌ।

আম্রকুঞ্জে কোকিল গায়,

বুকের মাঝে সুর,

তোমার চোখে বসন্ত দেখি,

আকাশজোড়া নূর।

বসন্ত এলো রঙের ছোঁয়ায়,

ফাগুন-হাওয়ার দোল,

তোমার হাসির সুবাস পেয়ে

মন যে হারায় কোল।

আমের মুকুল মিষ্টি ঘ্রাণে,

মাতাল দখিন হাওয়া,

তোমার ছোঁয়ায় হৃদয় জুড়ে

ভালোবাসার ছায়া।

তুলে দিও কৃষ্ণচূড়া,

রাঙিয়ে দিও মন,

তোমার হাতে রেখে হাত,

সাজাবো স্বপন।

নদীর জলে চাঁদের আলো,

তোমার মুখের ছায়া,

ফাগুন রাতে স্বপ্ন জাগে

ভালোবাসার মায়া।

রঙের উৎসব, মধুর স্বপন,

ফাগুন গাওয়া গান,

চির বসন্ত থাকুক সাথী

আমাদের হৃদয়খান।

রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

নির্বাচনের সময় যতদিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

নির্বাচনের সময় যতদিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App