×

প্রবাস

আগামী বছরে ফ্লোরিডায় হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ এএম

আগামী বছরে ফ্লোরিডায় হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট

আগামী বছরে ফ্লোরিডায় হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে ২০২৬ সালের ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ তার ব্যবসা, সংস্কৃতি ও তরুণদের বৈশ্বিক মঞ্চে তুলে ধরার বিশেষ সুযোগ পাবে বলে আশাবাদী আয়োজকরা।

বুধবার এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ট্যাম্পা ফ্লোরিডা ২০২৬ এর কনভেনার আতিকুর রহমান। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিজেএমএ প্রেসিডেন্ট আবুল হোসেন, বিটিভির সাবেক পরিচালক মীর আহসান, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু মোরশেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি ডিরেক্টর কাজী জাহিদুল ইসলাম, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট এর অর্গানাইজিং চেয়ারম্যান মো. জুলফিকার আলী, এফবিসিসিআই সিনিয়র অতিরিক্ত মহাসচিব আবদুল খালেক, এমএসসি বাংলাদেশ কান্ট্রি হেড ইঞ্জি. হারুনুর রশিদ, এজেএলআইবি প্রেসিডেন্ট মোঃ ওয়াকিল আহমেদ, দ্য ডেইলি অবজারভার জয়েন্ট নিউজ এডিটর ওয়াহেদুল ইসলাম, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট এর কো-চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কো-চেয়ারম্যান বশির উদ্দিন, কো-চেয়ারম্যান সোলাইমান এবং  কো- অর্ডিনেটর আবু তায়েব দিপু প্রমুখ।  

এ সময় মেলার কনভেনার আতিকুর রহমান বলেন, এবারের ফেয়ার ও ফেস্ট হবে ব্যবসা, উদ্ভাবন, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার এক মহামিলনমেলা। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, সরকারি-ব্যবসায়ী প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, পর্যটন খাতের উদ্যোক্তা, পেশাজীবী এবং তরুণ উদ্যোক্তারা। তিনি বলেন, এবার আয়োজনের মূল আকর্ষণ থাকবে গ্লোবাল ট্রেড শো ও এক্সিবিশন, আন্তর্জাতিক বিজনেস সামিট ও বি-টু-বি নেটওয়ার্কিং, ইয়ুথ সামিট-তরুণ উদ্যোক্তা ও ভবিষ্যৎ নেতাদের প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল ও কুলিনারি শোকেসের পাশাপাশি আর্ট ও ক্র্যাফট প্রদর্শনী।

আতিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আট বিলিয়ন ডলারের ব্যবসা আছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপে অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় এখন আমরা সেখানে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আছি। এ আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবে। পাশাপাশি সাংস্কৃতিক দল ও শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পারবে এবং তরুণরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে।

বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় এবারের আয়োজনে প্রায় ২০ হাজার ভিজিটর হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুল্ক দিয়ে ভারত আমাদের হত্যা করেছে: ট্রাম্প

শুল্ক দিয়ে ভারত আমাদের হত্যা করেছে: ট্রাম্প

পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

এএসএসপি প্যাকেজে কোক জিরো ও স্প্রাইট জিরো আনল কোকা-কোলা

এএসএসপি প্যাকেজে কোক জিরো ও স্প্রাইট জিরো আনল কোকা-কোলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App