×

প্রবাস

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১০ জন প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে মোট ১১ জন ছিলেন, যার মধ্যে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুন : ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও রাউজানের আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের প্রবাসী সজীব চৌধুরী জানান, নিহতরা প্রতিদিনের মতো সাগর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। বাসা থেকে প্রায় এক ঘণ্টা দূরত্বে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী গাড়ি তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় বলে তিনি জানান। নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App