×

রাজশাহী

দৃষ্টিনন্দন গ্রাফিতিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:৪১ পিএম

দৃষ্টিনন্দন গ্রাফিতিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়

ছবি : ভোরের কাগজ

ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই নওগাঁর আত্রাই নদীর ওপর নব-নির্মিত বৃহত্তর আত্রাই সেতুর ওপরের দুই পাশের দেয়ালে কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দেয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউবা আবার ব্যস্ত স্লোগান লেখায়। অপেশাদার হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন গ্রাফিতি আর আর্টে এ যেন সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা। 

গ্রাফিতির এ কার্যক্রমে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল-মাদরাসা পড়ুয়া শত শত ছোট বড় শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, দেয়াল কর্ম এবং গ্রাফিতিতে স্মরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের। তবে বেশিরভাগ জায়গায় স্থান পেয়েছে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শহীদ ফাহমিন। এছাড়া ‘শোন মহাজন আমরা অনেক জন’ আমার রঙে স্বাধীনতা, স্বাধীনতা এনেছি, আমরা দেখিনি ৭১ তবে ২৪ দেখেছি' বিকল্প কে? কত হলো প্রাণ বলিদান' বুকের ভেতর অনেক ঝড়' বুক পেতেছি গুলি কর' সবাই মিলে গড়বো দেশ, 'স্বাধীনতার সুর্যোদয়', 'নতুন স্বাধীনতা ২০২৪' সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে দেয়ালগুলোতে।

আরো পড়ুন : ইউপি চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ

গ্রাফিতি আঁকা শিক্ষার্থীদের একটি সৃজনশীল এবং প্রতিবাদী কর্মকাণ্ড। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেজন্য সবার আগে পরিবেশ সুন্দর করা প্রয়োজন। তাই আমরা সবার জায়গা থেকে এগিয়ে এসেছি। গ্রাফিতি আঁকা অরেক শিক্ষার্থী সাব্বির মাহমুদ জানান, দেয়াল চিত্র অঙ্কন করার পাশাপাশি তারা বিভিন্ন জায়গায়৷ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। এ সময় সড়কে পড়ে থাকা হট এবং ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App