×

রংপুর

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০২:১৭ পিএম

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের

ছবি : প্রতীকী

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) এবং মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। তারা সম্পর্কে ভাগনি জামাই ও শ্বশুর।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রূপলাল দাসের মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। রবিবার (১০ আগস্ট) বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা ছিল। এ জন্য প্রদীপ দাস মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে রূপলালের বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু পথ না চেনায় তিনি সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় গিয়ে রূপলালকে ফোন করেন। পরে রূপলাল সেখানে গিয়ে দুজনে রিকশায় চড়ে ঘনিরামপুরের দিকে রওনা দেন।

আরো পড়ুন : সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরো দু'জন গ্রেফতার

পথে বুড়িরহাট বটতলা এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তাদের ভ্যানচোর সন্দেহে আটক করে। এসময় প্রদীপের ভ্যানে থাকা একটি বস্তা থেকে চারটি প্লাস্টিকের ছোট বোতল পাওয়া যায়। এর মধ্যে একটি বোতল খোলার পর ভেতরের তরলের গন্ধে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাট এলাকার মেহেদী হাসান। এতে সন্দেহ আরো বেড়ে যায়।

এরপর স্থানীয়রা ভ্যান চুরির অভিযোগে দুজনকে অচেতন না হওয়া পর্যন্ত বেধড়ক মারধর করে। বটতলা থেকে টেনে-হিঁচড়ে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে তাদের ওপর আবারও মারধর চালানো হয়।

অচেতন অবস্থায় তাদেরকে রাত ১১টার দিকে পুলিশ উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রবিবার ভোরে তিনিও মারা যান।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা কাল্পনিক: গভর্নর

দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা কাল্পনিক: গভর্নর

জিরো ট্যাক্স রিটার্ন দাখিলে কারাদণ্ড, সতর্কতা এনবিআরের

জিরো ট্যাক্স রিটার্ন দাখিলে কারাদণ্ড, সতর্কতা এনবিআরের

দেশে নতুন ভোটার কত, জানালো ইসি

দেশে নতুন ভোটার কত, জানালো ইসি

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App