×

খেলা

বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আমিরাতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৮:৩৮ এএম

বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আমিরাতের

ছবি: সংগৃহীত

   

প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল সংযুক্ত আরব আমিরাত। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে আমিরাত। এতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতল স্বাগতিকরা।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ১ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান করে আরব আমিরাত।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচের মত তৃতীয়টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ওভারে ওপেনার তানজিদ হাসান ১০ রান নিলেও, দ্বিতীয় ওভারের শুরুতেই বিদায় নেন আরেক ওপেনার পারভেজ হোসেন। গোল্ডেন ডাক মারেন সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ।

সতীর্থকে হারালেও মারমুখী মেজাজে দ্রুত রান তুলেছেন তানজিদ। তাতে ৩ ওভারেই ৩১ রান পেয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ওভারে জোড়া উইকেট হারায় টাইগাররা। অধিনায়ক লিটন দাস ১৪ ও তাওহীদ হৃদয় খালি হাতে ফেরেন। 

ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে পাঁচ নম্বরে নেমে পাওয়ার প্লে'র শেষ বলে সাজঘরে ফেরেন ২ রান করা মেহেদী হাসান। ফলে ৬ ওভার শেষে ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এই পরিস্থিতিতে চাপ আরও বাড়িয়ে দেন তানজিদ। সপ্তম ওভারে সাজঘরের পথ ধরেন তিনি। ৪টি করে চার-ছক্কায় ১৮ বলে ৪০ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

দলীয় ৫৭ রানে তানজিদ ফেরার পর দ্রুত আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৮৪ রানে অষ্টম উইকেট পতনে ১'শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে টাইগাররা। কিন্তু সেটি হতে দেননি উইকেটরক্ষক জাকের আলি ও হাসান মাহমুদ। 

নবম উইকেটে ২৬ বলে ৪৪ রানের জুটি গড়েন জাকের ও হাসান। দলের রান ১২৮-এ নিয়ে নবম ব্যাটার হিসেবে থামেন জাকের। ৩৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ রান করেন তিনি।

শেষ উইকেটে ১২ বলে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন হাসান ও শরিফুল। ইনিংসের শেষ ওভারে ২৬ রান তুলেন হাসান-শরিফুল। ফলে ৯ উইকেটে ১৬২ রান পায় বাংলাদেশ। হাসান ৩ ছক্কায় ১৫ বলে ২৬ এবং শরিফুল একটি করে চার-ছক্কায় ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

জবাবে দ্বিতীয় ওভারেই সংযুক্ত আরব আমিরাতের ইন-ফর্ম অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমকে ৯ রানে আউট করেন শরিফুল। দ্বিতীয় উইকেটে আলিশান শারাফুর সঙ্গে ৩৫ বলে ৪৪ রান যোগ করে বিদায় নেন আরেক ওপেনার মুহাম্মদ জোহাইব। স্পিনার রিশাদ হোসেনের বলে বোল্ড হবার আগে ২৩ বলে ২৯ রান করেন তিনি।

চার নম্বরে নেমে ব্যক্তিগত ১৩ রানে পেসার তানজিমের শিকার হন রাহুল চোপড়া। ৭৯ রানে তৃতীয় উইকেট হারায় আরব আমিরাত। চতুর্থ উইকেটে ৫১ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেন শারাফু ও আসিফ।

৫ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন শারাফু। ৫ ছক্কায় ২৬ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন আসিফ।

বাংলাদেশের হয়ে শরিফুল, তানজিম ও রিশাদ একটি করে উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

রিমান্ডে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ

রিমান্ডে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ

ফের ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’র পুরস্কার পেলেন ফটিকছড়ির জেসমিন

ফের ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’র পুরস্কার পেলেন ফটিকছড়ির জেসমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App