আইপিএল থেকে দিল্লির বিদায়, মোস্তাফিজের মিতব্যয়ী বোলিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:২০ এএম

ছবি: সংগৃহীত
শেষমেশ বিদায়ঘণ্টা বাজলই দিল্লি ক্যাপিটালসের। 'ডু অর ডাই' ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিতের মিশনে ব্যর্থ তারা। স্বাগতিকদের কাছে ৫৯ রানে হেরে প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত করেছে দিল্লি। এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮০ রান জড়ো করে মুম্বাই। জবাবে ১৮ দশমিক ২ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। আসরের ১৩তম ম্যাচে অষ্টম জয়ে মুম্বাইয়ের পয়েন্ট এখন ১৬। পয়েন্ট তালিকার চারে অবস্থান তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে দিল্লি।
দুই দলের এখনও একটি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে, তবে শেষ ম্যাচে মুম্বাই পরাজয়ের স্বাদ নিলে এবং দিল্লি জয় পেলেও অবস্থানের হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
ইনিংসের প্রথম ওভারে ৭ এবং দ্বিতীয় ওভারে ১৫—বিনা উইকেটে মুম্বাই ২২ রান তুলে নেওয়ার পর কাটার মাষ্টারের ওপর আস্থা রেখেছিলেন দিল্লি অধিনায়ক ফাফ ডু প্লেসি। আক্রমণে এসে নিজের দ্বিতীয় ডেলিভারিতেই রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান দ্য ফিজ। আইপিএল ক্যারিয়ারে এটি তার ৬২তম উইকেট। এই ওভারে সবমিলিয়ে ৩ রান খরচা করেন ফিজ। পরের ওভারে আক্রমণে এসে জোড়া বাউন্ডারি হজম করে ১২ রান দেন টাইগার এই পেসার।
এরপর ইনিংসের ১৪তম ওভারে ফিরে ৯ রান দেওয়ার পর ১৮তম ওভারে মোটে ৬ রান খরচা করেন মোস্তাফিজ। সবমিলিয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন কাটার মাষ্টার।
তার বোলিং কোটা পূরণের পর মুম্বাইয়ের স্কোর ছিল ১৩২/৫। আর শেষ দুই ওভারে ৪৮ রান তুলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। নমন ধর ৮ বলে ২৪ এবং ৪৩ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার। এর মধ্যে ১৯তম ওভারে মুকেশ কুমার ২৭ এবং শেষ ওভারে ২১ রান খরচা করেন দুষ্মন্ত চামিরা।
জবাবে রান তাড়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। ইনিংসের তৃতীয় ওভারের মধ্যেই ফেরেন ডু প্লেসি (৬) ও লোকেশ রাহুল (১১)। ৬৫ রান ৫ ব্যাটারকে হারিয়ে ফেলা দলটির একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৩৯ রান করেন চারে নামা সামির রিজভি। এ ছাড়া বিপ্রজ নিগম ২০ এবং আশুতোষ শর্মা ১৮ রান করেছেন, বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক খেয়ে ফেরেন মোস্তাফিজ।
মুম্বাইয়ের হয়ে মিচেল স্যান্টনার ৪ ওভারে ১১ রান দিয়ে ও পেসার জাসপ্রিত বুমরাহ ৩ দশমিক ২ ওভারে ১২ রান দিয়ে তিনটি করে উইকেট শিকার করেন।