×

খেলা

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:৪২ এএম

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

ছবি: সংগৃহীত

   

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বেশ বিপাকে বাংলাদেশ। নানান আলোচনা-সমালোচনার মাঝেই এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (২৫ মে) সকালে পাকিস্তানে পৌঁছেছে দলের প্রথম বহর। 

প্রথম বহরে ১০ জন রয়েছেন। ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব রয়েছেন। এছাড়া ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ তাদের সঙ্গে রয়েছেন। বাকিরা সোমবার পাকিস্তানে পৌঁছাবেন।

অবশ্য এই সিরিজের জন্য কাউকেই জোর করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে এই সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন পেসার নাহিদ রানা। এছাড়া পাকিস্তান সফর থেকে নিজেদের নাম সরিয়ে নেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।

এদিকে ইনজুরির কারণে সৌম্য সরকার স্কোয়াড থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় নতুন করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পাকিস্তানেই রয়েছেন এই অলরাউন্ডার। একই সঙ্গে রিশাদ হোসেনও পিএসএল খেলতে দ্য গ্রিন ম্যানদের মাটিতে রয়েছেন। পিএসএলের ফাইনাল শেষেই দলের সঙ্গে যোগ দেবেন তারা।

অন্যদিকে পেসার মোস্তাফিজুর রহমানও ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। শনিবার (২৪ মে) আইপিএলে গ্রুপ পর্বে তাদের ম্যাচ শেষ হয়েছে।

এই সিরিজের সবকটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে। আগামী ২৮ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টি, ৩০ মে দ্বিতীয়টি এবং ১ জুন সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট

মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট

কোরবানির পশুর চামড়ার দাম বাড়লো

কোরবানির পশুর চামড়ার দাম বাড়লো

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, রাজনৈতিক দলকে জানালেন প্রধান উপদেষ্টা

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, রাজনৈতিক দলকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ জন রাজনীতিবিদের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ জন রাজনীতিবিদের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App