মিরাজের নেতৃত্বে নামছে বাংলাদেশ, যেমন হবে একাদশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

বাংলাদেশ দল
টেস্ট সিরিজে ভালো শুরুর পরও হতাশাজনক পরিণতি—শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হার। সেই হতাশা ঝেড়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আজ (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দুপুর ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ওয়ানডে সিরিজে টাইগারদের ওপেনিং জুটি কেমন হবে, তা নিয়ে জল্পনা চলছেই। সম্ভাবনা রয়েছে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে দিয়ে ইনিংস শুরু করার। তবে বিকল্প হিসেবে নাঈম শেখের কথাও ভাবা হচ্ছে। ওপেনিংয়ের বাইরে মিডল-অর্ডারে লিটন দাস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক ইঙ্গিত দেন, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ব্যাটিং অর্ডারে নিজেদের ভূমিকা বাড়াতে প্রস্তুত তিনি ও লিটন।
স্পিন বিভাগে রিশাদ হোসেন অসুস্থ থাকায় একাদশে জায়গা পেতে পারেন তানভীর ইসলাম। অন্যদিকে পেস আক্রমণে চোট কাটিয়ে ফিরতে পারেন তাসকিন আহমেদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটাই হতে পারে তার প্রত্যাবর্তনের মঞ্চ।
ওয়ানডেতে দুই দলের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ৫৭ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১২টিতে, শ্রীলঙ্কা ৪৩টিতে, আর ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সিরিজ হিসেবেও ১০টি দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিয়েছে দুই দল, যেখানে শ্রীলঙ্কা জিতেছে ৬ বার, বাংলাদেশ ২ বার (২০২১ ও ২০২৪ সালে) এবং ২টি সিরিজ ড্র হয়েছে।
টেস্টের হতাশা ভুলে এই ওয়ানডে সিরিজে নতুন উদ্যমে নামতে চায় টাইগাররা। প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে পারলে র্যাঙ্কিং ও আত্মবিশ্বাস—দুই দিকেই বড় লাভ হতে পারে বাংলাদেশের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।