পেসারদের আগুনে শুরু, ব্যাকফুটে শ্রীলঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৩:৪৫ পিএম

বাংলাদেশ দল
টেস্ট সিরিজে হারের হতাশা ঝেড়ে ফেলে সাদা বলের ক্রিকেটে নতুন শুরুর প্রত্যয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
তবে লঙ্কানদের ইনিংস শুরুতেই নাকাল করে দিয়েছেন টাইগার পেসাররা। বল হাতে শুরু থেকেই আগুন ঝরাচ্ছেন তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।
চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন তানজিম। তার অফ স্টাম্পের বাইরের একটি বাড়তি বাউন্সড বল কাট করতে গিয়ে ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হন পাথুম নিশাঙ্কা। উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে শূন্য রানে বিদায় নেন তিনি।
পঞ্চম ওভারে বাজিমাত করেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এজ হয়ে ১৩ বলে ৬ রান করা নিশান মাদুস্কার স্টাম্প গুঁড়িয়ে দেয়।
এরপর সপ্তম ওভারে আবারও তাসকিনের আঘাত। এবার মিড-অফে দাঁড়ানো মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে কামিন্দু মেন্ডিস ফেরেন রানের খাতা না খুলেই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৯ রান। ক্রিজে রয়েছেন কুশল মেন্ডিস ও চারিতা আসালঙ্কা।