×

খেলা

এবার অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:২০ এএম

এবার অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজন করতে চায় কাতার।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছিল মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার। এবার আরেকটি বড় মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগোচ্ছে উপসাগরীয় রাষ্ট্রটি, ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজন করতে চায় তারা।

মঙ্গলবার (২৩ জুলাই) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি রাষ্ট্রীয় বার্তা সংস্থায় এক বিবৃতিতে জানান, ২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য কাতার অলিম্পিক কমিটি (কিউওসি) আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, বিশেষ করে ২০২২ বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা এই বিডের শক্ত ভিত্তি।

তিনি বলেন, কাতার জ্বালানি-নির্ভর অর্থনীতিকে বহুমুখীকরণ করতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করছে।

আরো পড়ুন : রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

কাতার যদি শেষ পর্যন্ত স্বাগতিক হওয়ার মর্যাদা পায়, তবে এটি হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রথম দেশ, যেখানে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।

কিউওসি সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল-থানি বলেছেন, দোহা ক্রীড়াকে আমাদের জাতীয় কৌশলের একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে গড়ে তুলেছে। বর্তমানে আমাদের প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামোর ৯৫ শতাংশই প্রস্তুত। বাকি ৫ শতাংশের জন্যও বিস্তৃত জাতীয় পরিকল্পনা রয়েছে, যাতে শতভাগ প্রস্তুতি নিশ্চিত হয়।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-এর রোটেশন অনুযায়ী, বিভিন্ন মহাদেশে পালাক্রমে গেমস আয়োজনের ধারা রয়েছে। ২০২৪ অলিম্পিক হবে ইউরোপে (প্যারিস), ২০২৮ হবে উত্তর আমেরিকায় (লস অ্যাঞ্জেলেস), ২০৩২ হবে ওশেনিয়ায় (ব্রিসবেন)। ফলে ২০৩৬ সালের গেমস এশিয়া বা আফ্রিকার কোনো দেশে হওয়ার সম্ভাবনা বেশি, যা কাতারের বিডকে শক্তিশালী করছে।

এদিকে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র নবনির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রির সামনে এখন ২০৩৬ অলিম্পিকের নতুন আয়োজক নির্বাচনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে

ফেসবুকে শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে

এ মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

এ মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

ভাঙন বিপর্যস্ত তিস্তা পাড়, মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের

ভাঙন বিপর্যস্ত তিস্তা পাড়, মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের

শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেলযোগাযোগ চালু হবে : রেল সচিব

শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেলযোগাযোগ চালু হবে : রেল সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App