বাংলাদেশকে দেখে শেখা উচিত পাকিস্তানের: কামরান আকমল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে টাইগাররা। এরই মধ্যে তাদের শ্বাসরুদ্ধকর জয় ক্রিকেটবিশ্বে দারুণ সাড়া ফেলেছে। রোববার (২১ সেপ্টেম্বর) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে এ পরামর্শ দেন তিনি। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের খেলার প্রশংসাও ঝরেছে তার মুখে।
বাংলাদেশের গেম অ্যাওয়ারনেস ও রান তাড়ার ধরনে মুগ্ধ কামরান। তিনি বলেন, এখন পর্যন্ত এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ ছিল না। সেটিই করে দেখিয়েছে বাংলাদেশ। এটি চমৎকার অর্জন লাল-সবুজ জার্সিধারীদের। দুর্দান্ত গেম প্ল্যান এবং সেটা বাস্তবায়ন ও চমৎকার ক্রিকেটের জন্য অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট, সর্বোপরি পুরো দলকে অভিনন্দন জানাই। এ জয় তাদের জন্য স্মরণীয় জয় হয়ে থাকবে। টিম টাইগার্স দারুণ খেলেছে। তাদের দারুণ পরিকল্পনা ছিল।
সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের ইনিংসের কথা উল্লেখ করে সাবেক পাক উইকেটরক্ষক বলেন, সাইফ অসাধারণ ব্যাটিং করেছে। আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলেছে সে। হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একজন মিডলঅর্ডার ব্যাটসম্যান পেয়েছে। বাংলাদেশ যেভাবে রান তাড়া করেছে, মনে হয়েছে কোনো চাপ নেই। ব্যাটিং দেখে মজা পেয়েছি।
গ্রুপ পর্বে ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তান। তাই এদিন চিরশত্রুদের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানকে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিয়েছেন কামরান। তিনি বলেন, পাক দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের ওপর ভিত্তি করে ম্যাচ জেতেনি; বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা দিয়ে জিতেছে।
টসে জিতলে ভারতের বিপক্ষে পাকিস্তানের আগে বোলিং করা উচিত বলে মনে করেন কামরান। তিনি বলেন, অভিষেক শর্মাকে প্রথম বা দ্বিতীয় ওভারে আউট করতে হবে। নইলে বড় একটা সেঞ্চুরি দেখতে হবে। নিজেদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে রান তাড়া করতে চাইবে ভারত। যে কারণে টসে জিতলে প্রথমে বোলিং করা উচিত সালমান আলি আঘাদের। যাতে ভারতীয় ব্যাটারদের দ্রুত আউট করা যায়।