×

সিলেট

সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:১৫ এএম

সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জন নিহত

প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় শনিবার (৩১ মে) গভীর রাতে টিলা ধসের ঘটনা ঘটেছে। 

এতে একটি পরিবারের চারজন সদস্য নিহত হয়েছে । নিহতদের মধ্যে রয়েছেন বাবা, মা এবং তাদের দুই সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান।

তিনি জানান, গভীর রাতে হঠাৎ খবর আসে—একটি পরিবার টিলাধসে চাপা পড়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গোলাপগঞ্জ থানার ওসি জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। 

টিলার পাদদেশে অবস্থিত একটি ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা চারজন মাটিচাপা পড়েন। 

চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তবে মাটিচাপা পড়া ব্যক্তিরা জীবিত না মৃত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ টিলা এলাকায় বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, আমরা খবর পেয়ে বিষয়টি মনিটর করছি। প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তারা বিকল্প রুটে ঘটনাস্থলের দিকে যাচ্ছে। পাশাপাশি আমি সিলেট সদর ফায়ার সার্ভিসকেও জানিয়েছি, তারা ইতোমধ্যে রওনা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App