দেব-শুভশ্রীর প্রেম যেন চিত্রনাট্যের প্রেম, বললেন কৌশিক

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৮:৩২ এএম

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। ছবি : সংগৃহীত
দীর্ঘ নয় বছর পর আবারও টালিউডের জনপ্রিয় দেব-শুভশ্রী জুটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেতে যাচ্ছে, আর এ নিয়েই ভক্তদের উচ্ছ্বাস যেন ছাপিয়ে যাচ্ছে সবকিছু। নায়ক-নায়িকা নিজেদের মতো করে ছবিটি ও তাদের জুটিকে নিয়ে কথা বললেও ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন নীরব।
সম্প্রতি এক অনুষ্ঠানে কৌশিক বললেন, দেব-শুভশ্রীর ভক্তদের এই উন্মাদনা তার কাছে নতুন এক অভিজ্ঞতা। তিনি বলেন, আমি এমন ভক্ত উন্মাদনার সঙ্গে এর আগে যুক্ত হইনি। এ এক অদ্ভুত অনুভূতি।
কৌশিক জানালেন, এই জুটিকে তিনি কোনো তারকা ভাবেননি, শুধুই অভিনেতা হিসেবে নিয়েছিলেন। ছবির চরিত্র ও চিত্রনাট্য ওদেরই চেয়েছিল। ওরা তারকা নয়, এই ছবিতে ওরা অভিনেতা। দুজনেই অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে শুটিং করেছেন, বলেন তিনি।
আরো পড়ুন : আলিয়া থেকে কিয়ারা, বলিউড তারকার নতুন নামের গল্প
শুটিংয়ে দুজনের পেশাদারিত্বের কথাও জানালেন কৌশিক। নৈনিতালের বরফের মধ্যে শুটিং করতে গিয়ে দেব নিজেই বরফ সরিয়েছেন। আর রোমান্টিক দৃশ্যে অভিনয় প্রসঙ্গে পরিচালক কৌশিক স্পষ্ট করে জানালেন, ওরা দুজনেই ব্যক্তিগত সবকিছু দূরে সরিয়ে রেখেছিল। ক্যামেরার সামনে পুরোপুরি চিত্রনাট্যের প্রেমে ছিলেন ওরা।
দেব-শুভশ্রী আজ আলাদা পথে হাঁটলেও ‘ধূমকেতু’-তে তাদের প্রেম দেখে যেন মনে হয়, এই প্রেমের শেষ নেই, এটাই পরিচালক কৌশিকের উপলব্ধি।