×

সংবাদ

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘লেডভ্যান্স’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:০৩ এএম

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘লেডভ্যান্স’

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘লেডভ্যান্স’

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আলোকপ্রযুক্তি কোম্পানি ‘লেডভ্যান্স’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করছে তারা।

সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আঞ্চলিক ও দেশীয় শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে দক্ষিণ-পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর মি. লেভেন সাও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশ এই অঞ্চলের অন্যতম প্রতিশ্রুতিশীল ও দ্রুত-বর্ধনশীল অর্থনীতি। আমাদের কার্যক্রমের এই আনুষ্ঠানিক সূচনা দক্ষিণ এশিয়া জুড়ে টেকসই, উদ্ভাবনী এবং জ্বালানি-সাশ্রয়ী আলো প্রযুক্তি পৌঁছে দেওয়ার ভিশনেরই ধারাবাহিকতা। আমরা বাংলাদেশের উন্নয়নযাত্রাকে প্রযুক্তিনির্ভর স্মার্ট লাইটিংয়ের মাধ্যমে আরও গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশের বাজারে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লেডভ্যান্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিসেস জ্যাটি বলেন, “আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ নয়, বরং বাংলাদেশের আলো শিল্পে একটি দীর্ঘমেয়াদি, টেকসই এবং গ্রাহককেন্দ্রিক ইকোসিস্টেম তৈরি করা। গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং সার্ভিস এক্সিলেন্সকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কর্পোরেট, শিল্পখাত ও ভোক্তা পর্যায়ে আলোক প্রযুক্তির নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে লেডভ্যান্স তাদের সর্বাধুনিক পণ্যের লাইনআপ প্রদর্শন করে। প্রদর্শিত পণ্যগুলোর মধ্যে ছিল প্রিমিয়াম এলইডি (এলইডি) ল্যাম্প ও লুমিনায়ার, স্মার্ট লাইটিং সল্যুশন, ইন্ডাস্ট্রিয়াল ফিক্সচার এবং উচ্চমানের এনার্জি-এফিসিয়েন্ট প্রযুক্তি—যা আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতের আধুনিক চাহিদা পূরণের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দর সংস্কার: কার স্বার্থে ‘নিরাপত্তা’র ভয়

চট্টগ্রাম বন্দর সংস্কার: কার স্বার্থে ‘নিরাপত্তা’র ভয়

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘লেডভ্যান্স’

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘লেডভ্যান্স’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App