রবি’র উদ্যোগে সিলেটের স্কুল শিক্ষার্থীরা এবার ক্রিকেট মাঠে

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পিএম

রবি’র উদ্যোগে সিলেটের স্কুল শিক্ষার্থীরা এবার ক্রিকেট মাঠে
শিক্ষাঙ্গনের হিরোদের সামনে এবার পারফর্ম করছে মাঠের হিরোরা- এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন উদ্যমে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত স্পন্সর- রবি এ উপলক্ষে নিয়েছে বিশেষ এক উদ্যোগ। সিলেটের তিনটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে দিয়েছে ম্যাচ টিকেট। এবার এই শিক্ষার্থীরা মাঠে বসেই উল্লাস করছে টাইগারদের জন্য, গ্যালারিতে যোগ করছে উচ্ছ্বাস।
সিলেটের স্কলারস হোম স্কুল এন্ড কলেজ, আনন্দনিকেতন এবং রাইজ—এই তিন স্কুলের মেধাবী শিক্ষার্থীরা রবির পক্ষ থেকে পেয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ টিকেট। পড়াশোনায় কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করা এই শিক্ষার্থীরা এবার কাছ থেকে দেখছে টাইগারদের, অনুপ্রাণিত হচ্ছে তাদের লড়াই দেখে। চায়ের নগরী সিলেট বরাবরই ক্রিকেট উন্মাদনায় ভরপুর। এই মাতামাতির সঙ্গে এবার যোগ হয়েছে তরুণ শিক্ষার্থীদের উপস্থিতি। তাদের উল্লাস মাঠে তুলছে প্রবল শোরগোল, যা টাইগারদের জয়ের পথে দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা।
রবি’র হেড অফ মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী বলেন: “ক্রিকেট আমাদের সবাইকে এক করে, আর শিক্ষা আমাদের ভবিষ্যৎ গড়ে। এই দুই শক্তিকে একত্রিত করে আমরা চাই তরুণ প্রজন্ম বড় স্বপ্ন দেখুক, আরও সাফল্য অর্জন করুক, আর টাইগারদের সমর্থন দিক গর্বের সঙ্গে।”
এই কার্যক্রমের মাধ্যমে রবি আবারও দেখালো, ক্রিকেট আর শিক্ষার শক্তিকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের আসল লক্ষ্য। মাঠে যেমন খেলোয়াড়রা দলকে জেতানোর জন্য লড়ে, তেমনি শিক্ষার্থীরাও তাদের জ্ঞানের আলোয় দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীরা মাঠে উপভোগ করবে ক্রিকেটের রোমাঞ্চ, আর সেই একই অনুপ্রেরণাই তাদের জীবনের বড় লড়াইয়েও পথ দেখাবে।
বাংলাদেশ ক্রিকেটের পাশে থেকে তরুণ প্রজন্মকে ক্ষমতায়নের এই ধারাবাহিক প্রচেষ্টা আরও একবার প্রমাণ করলো— “পারবে তুমিও” কেবল একটি ব্র্যান্ড প্রমিজ নয়, বরং একটি বাস্তব প্রেরণা, যা মাঠে এবং জীবনে দু’জায়গাতেই স্বপ্ন পূরণের শক্তি জোগায়।