×

সারাদেশ

দর্শনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত ২

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুজন ২ জন আহত হয়। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুজন দশনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের যুবদল নেতা সিপন ও দর্শনা চটকাতলা এলাকার যুবদল নেতা সামাউলের বাবা।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে দর্শনার কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকরা মোটরসাইকেলে শোডাউন দেয়। এ সময় সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সংগঠনের (সাধারণ সম্পাদক প্রার্থী রুপম) সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ হামলায় বেশ কয়েকজন আহতও হন।

পরে আরেক দফায় দর্শনার চটকাতলা এলাকায় হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ। সেসময় কয়েকটি দোকান ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়’

‘কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়’

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App