×

সারাদেশ

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবুলের বাড়িতে হামলা চালানো হয়। ফখরুল হাসান বাবুল উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ৩টি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং ৬টি উদ্ধার করা হয়েছে, যেগুলো জর্দ্দার কৌটায় বিশেষ কায়দায় বাঁধা ছিল। প্রাথমিকভাবে এগুলো ককটেল সদৃশ বস্তু বলে ধারণা করা হয়েছে। তবে বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে। ফখরুল হাসান বাবুল জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে গিয়ে ককটেল ও পিস্তুলের গুলি ছোড়া হয়েছে বলে জানতে পারেন। তার দাবি, আওয়ামী লীগের লোকজন হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেরাজের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় বাঁধা ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টি বিস্ফোরিত হয়েছে। তবে হামলাকারীদের শনাক্ত করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যৌন নিপীড়ন: আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি

যৌন নিপীড়ন: আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি

২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সালমান শাহ হত্যা মামলা ২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App