×

দূরের জানালা

টানা ৪০ রাত পর সূর্যোদয়

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টানা ৪০ রাত পর সূর্যোদয়

কাগজ ডেস্ক : টানা ৪০ রাতের পর সূর্যের আলো দেখার সৌভাগ্য হয়েছে রাশিয়ার মুরমানস্কের বাসিন্দাদের। গত শনিবার পূর্বকোণে যখন উঁকি দেয় সূর্য, তখন সে উপলক্ষ উদযাপনে মুরমানস্কের বাসিন্দারা জড়ো হন। ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয়রা সোলনেচনায়া গোরকায় জড়ো হয়ে আনন্দ-উল্লাস করছেন। এ সময় তাদের সূর্যোদয়ের দৃশ্য ধারণ করতে দেখা যায়। পাশাপাশি তারা নাচতে এবং ছবি তুলতে থাকেন।

একজন বাসিন্দা স্ভেতলানা নাসোনেনকো জানান, তিনি ষষ্ঠবারের মতো সূর্যোদয় দেখতে এসেছেন। উত্তর মেরুর বাসিন্দাদের কাছে সূর্যোদয় দেখা ঐতিহ্যের মতো। কেননা আমরা সূর্যোদয়ের জন্য ৪০ দিন অপেক্ষা করি। যদি সূর্য উঁকি না দেয়, তাহলেও আমরা বুঝে নেই, কাছাকাছি কোথাও আছে। সূর্যোদয় দেখতে আসার এই উৎসবের নাম ফার্স্ট ডন।

২০০৭ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। এ বছর প্রায় দুই হাজার মানুষ সূর্যোদয় দেখতে হাজির হয়েছিলেন। গেল বছরের ২ ডিসেম্বর মুরমানস্ক অঞ্চলে পোলার নাইট শুরু হয়। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৯ মিনিটে সূর্যোদয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ এই পোলার নাইটের।

আর্কটিক সার্কেলের উত্তরাঞ্চলে এই পোলার নাইট দেখা যায়। সেখানে সূর্য ২৪ ঘণ্টার বেশি দৃষ্টিসীমার বাইরে থাকে। তবে মেরুর কাছাকাছি অঞ্চলে আরো দীর্ঘ সময় সূর্য দৃষ্টিগোচর হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ রেহানা ও পরিবারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ রেহানা ও পরিবারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App