×

এই জনপদ

কুয়াকাটা

রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর স¤প্রতি সমারোহ

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর স¤প্রতি সমারোহ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ‘রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠী সম্প্রতি সমারোহ’ অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার বিকেলে রাখাইন মহিলা মার্কেট থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতের ডিসি পার্ক স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় এক আলোচনা সভার মধ্য দিয়ে ‘সম্প্রতি সমারোহ’ অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ ওয়ারেছ হোসেন, পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, রাখাইন বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা সভাপতি এমং তালুকদার, কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তা কৌশিক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামিম আকতার।

শুক্রবার ও গতকাল শনিবার দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে রাখাইন শিল্পীদল ছাড়াও বরগুনা, পটুয়াখালী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা ছিল। এছাড়া ছিল পার্বত্য অঞ্চল থেকে ত্রিপুরা, লুসাই, চাকমা প্রভৃতি স¤প্রদায়ের শিল্পীদের পরিবেশনা।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ সাংবাদিকদের বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের চিন্তার নতুন খোড়াক যোগায়। আমরা বর্তমানে দেশের একটি সংকটময় সময় পার করছি। আমরা বাঙ্গালী বলে বেশি পাব, রাখাইন বলে কম পাবে? বিষয়টি সেরকম নয়। কাউকে ছোট করে নয়। সকল জাতি গোষ্ঠীর এদেশে সমান অধিকার রয়েছে। এই উপলক্ষেই আমাদের এই তারুণ্যের মেলা। বাঙালিদের বন্ধন তৈরির জন্য আমরা এরকম আরো মেলা করব দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জাতি গোষ্ঠীর সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর-৩ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App