×

এই জনপদ

মেঘনায় দুই সার ডিলারকে জরিমানা

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অনিয়মের অভিযোগে দুটি সার দোকানিকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।

জানা গেছে, দোকান দুটির বিরুদ্ধে মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় রশিদ না দেয়া, কীটনাশক যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থতা এবং পলিথিন ব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত দোকান দুটি হলো খুচরা ডিলার বাতেন ট্রেডার্স ও পাইকারি মেসার্স তাকি অ্যান্ড জিদান। অনিয়মের দায়ে পৃথক ডিলারকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম বলেন, ‘বোরো মৌসুমে কৃষকদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি। কোনো ডিলার যদি অসৎ উদ্দেশে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মূল্য আদায় করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কৃষি উপকরণের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, এ ধরনের কার্যক্রম বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সঠিক দামে এবং সঠিকভাবে সরবরাহ নিশ্চিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়’

‘কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়’

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App