×

বিনোদন

সংক্ষিপ্ত পরিসরে অস্কার আয়োজন

Icon

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংক্ষিপ্ত পরিসরে অস্কার আয়োজন

বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলের কারণে এবার বাধা পড়ল অস্কারেও। পুরস্কার প্রদানকারী সংস্থাটি গত সোমবার জানিয়েছে, তারা বর্তমান পরিস্থিতির কারণে অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ বাতিল করছে। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একইসঙ্গে মনোনয়নের ঘোষণা সম্পূর্ণ অনলাইনে করারই সিদ্ধান্ত নিয়েছে। একাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘দাবানলের প্রভাব এবং আমাদের কমিউনিটির অনেকের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা সবাই বিধ্বস্ত। একাডেমি সব সময় চলচ্চিত্র শিল্পের মধ্যে একতা আনার কাজ করেছে। আমরা এই কঠিন সময়কে কাঁধে কাঁধ রেখে পার করতে প্রতিশ্রæতিবদ্ধ।’ আগামী ২৩ জানুয়ারি ভার্চুয়াল ইভেন্টে অস্কার ফাইনালিস্টদের নাম ঘোষণা করা হবে বলে একাডেমির তরফে জানানো হয়েছে। বন্ধ থাকবে মনোনীতদের মধ্যাহ্নভোজ। লস অ্যাঞ্জেলসের আশপাশের ভয়াবহ দাবানলে অন্তত ২৪ জন নিহত ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। দাবানল ছড়িয়ে পড়ার সাত দিন পরও ৯২ হাজার মানুষ বাস্তুচ্যুত। ব্যাপক হারে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ এখনো বহাল রয়েছে। অ্যান্থনি হপকিন্স, মেল গিবসন এবং বিলি ক্রিস্টালসহ হলিউড তারকারা আগুনে তাদের বাড়িঘর হারিয়েছেন। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে টিভি এবং চলচ্চিত্রের জন্য কাজ। চটকদার প্রিমিয়ার, গালা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান- সব মিলিয়ে একেবারে জমজমাট থাকে অস্কার। তবে এমন একটি শহর, যা টিভি এবং চলচ্চিত্রে কাজ করে এমন ৬ লাখ লোকের আবাসস্থল, সেই শহরের এমন বিপর্যয়ের ছাপ যে এবার অস্কারেও পড়বে, তা আর আলাদা করে বলে দেয়ার প্রয়োজন পড়ে না। একাডেমির তরফে সোমবার জানানো হয়েছে, ২ মার্চ ডলবি থিয়েটারে ফার্স্ট রেসপন্ডাররা উপস্থিত থাকবেন। এ সময় জানানো হয়, ‘আমরা আমাদের ফ্রন্টলাইন কর্মীদের যারা অগ্নিকাণ্ডে সহায়তা করেছেন তাদের সম্মান জানাতে, ক্ষতিগ্রস্তদের হাতে সাহায্য তুলে দিতে এবং ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য একাডেমিতে যোগদান করার ব্যাপারে উৎসাহিত করতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত-পাকিস্তান টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

ভারত-পাকিস্তান টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

গাজায় মানবিক বিপর্যয় চরমে: ক্ষুধায় একদিনেই ১৮ জনের মৃত্যু

গাজায় মানবিক বিপর্যয় চরমে: ক্ষুধায় একদিনেই ১৮ জনের মৃত্যু

আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভিকি কৌশলের বাবা!

আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভিকি কৌশলের বাবা!

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App