×

প্রথম পাতা

১৫ আগস্ট

শোক দিবস পুনর্বহালের রায় স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শোক দিবস পুনর্বহালের রায় স্থগিত

ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল সরকার। ওই লিভ টু আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি বলেন, একটি রায়ের মাধ্যমে ১৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। সরকার পক্ষ সেটার বিরুদ্ধে লিভ টু আপিল করে। গত রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেই লিভ মঞ্জুর করে রায় স্থগিত করেছেন। পরে এটা শুনানির (আপিল শুনানি) জন্য আসবে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় সরকার। তখন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু হয়। পরে ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিন আইনজীবী রিট করেছিলেন। সেই রিটের শুনানি শেষে ২০০৮ সালের ২৭ জুলাই বিচারপতি আব্দুর রশিদের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেন। রায়ে জাতীয় শোক দিবস পালন এবং ওইদিন সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করা হয়। এরপর থেকে ১৫ আগস্ট শোক দিবস হিসেবে পালন হয়ে আসছিল। এ অবস্থায় সম্প্রতি সরকার (মন্ত্রিপরিষদ বিভাগ) আপিল বিভাগে আবেদন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App