×

শেষের পাতা

শাহজালাল

প্রশ্নের মুখে প্রবাসীদের মর্যাদা

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় প্রবাসীদের ভিআইপি মর্যাদা পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিমানবন্দরে প্রবাসীদের পিটিয়ে রক্তাক্ত করার মতো ঘটনা ঘটেছে। এতে প্রবাসীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

মূলত বিগত ৫ আগস্টের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিমানবন্দরের টার্মিনাল ১ এর অ্যারাইভাল ক্যানোপিতে এক সিএনজি ড্রাইভারকে বেধড়ক মারধর করা হয়। এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আহত করা, যাত্রীর স্বজন এক নারীকে ধাক্কা দেয়া, যাত্রীর স্বজন এক পুরুষকে ক্যানোপির মধ্যেই প্রকাশ্যে মারধর করার ঘটনা। গত ৮ জানুয়ারি নরওয়ে প্রবাসী সাঈদ খানকে ব্যাপক মারধর করে মুখ ও মাথা ফাটিয়ে দেয়া হয়। এ সময় সাঈদ খানের বাবা গিয়াস উদ্দিনসহ তার পরিবারের ৫ সদস্য হেনস্তার শিকার হন। এ ঘটনায় ন্যায়বিচার চান ভুক্তভোগী। কিন্তু উল্টো জরিমানা করা হয় সাঈদকে। এছাড়া বিমানবন্দরের ভেতরে মানবপাচারকারীদের ধরে ছেড়ে দেয়াসহ প্রায় প্রতিদিন নানা ধরনের বিতর্কিত ঘটনা ঘটছে।

অভিযোগ রয়েছে, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কিছু সুবিধাবাদী কর্মকর্তা এসব অপকর্মের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের খামখেয়ালিপনায় বিমানবন্দরে ভিআইপি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা। এছাড়া অপরাধ ও অপকর্মে জড়িতদের শাহজালাল বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে এই চক্র। এমনকি দেশের মধ্যে লুকিয়ে থাকা প্রভাবশালী আসামিরা তাদের সহযোগিতায় এই বিমানবন্দর দিয়ে পালিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

আওয়ামী লীগ মাঠে নামতে না পাড়ায় এনসিপির উচ্ছ্বাস

আওয়ামী লীগ মাঠে নামতে না পাড়ায় এনসিপির উচ্ছ্বাস

 হঠাৎ এনসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ

হঠাৎ এনসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App