×

খবর

সি-ক্যাবের কর্মশালায় তথ্য

নারী পোশাক শ্রমিক কমে গেছে অর্ধেক

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক, গাজীপুর : নব্বইয়ের দশকে যেখানে ৮০ শতাংশ পোশাক শ্রমিক নারী ছিলেন, এখন তা ৫০-৬০ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের মতো অন্য কোনো খাতে এত বিপুলসংখ্যক নারীদের কাজের সুযোগ নেই। পুরুষরা চাকরি হারালে বিকল্প কাজ পায়, কিন্তু নারীদের জন্য সেই সুযোগ সীমিত। পোশাক খাতে নারী শ্রমিক কমে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। এটা উদ্বেগজনক। বিভিন্ন সংস্থার জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশের (সি-ক্যাব) নির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল-মাহমুদ।

গতকাল শনিবার সকালে গাজীপুরের টেকনগপাড়ায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে সি-ক্যাব আয়োজিত এক কর্মশালায় পোশাকশিল্পে নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং কীভাবে গার্মেন্টস শিল্পের নারী শ্রমিকদের জীবনঘনিষ্ঠ কাহিনী গণমাধ্যমে উঠে আসতে পারে, সেই বিষয়ে আলোচনা করা হয়। এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সি-ক্যাব ও ১৪টি সহযোগী সংস্থা ‘অপরাজিতা’ প্রকল্পের মাধ্যমে নারী গার্মেন্টস কর্মীদের ক্ষমতায়নে কাজ করছে। কর্মশালায় জানানো হয়, আইএলও-২০১৯ এবং বিবিএস ২০১২ এর সার্ভে অব মেনুফ্যাকচারিং ইন্ড্রাস্ট্রিজ-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী নব্বইয়ের দশকে যেখানে ৮০ শতাংশ পোশাক শ্রমিক নারী ছিলেন, এখন তা ৫০-৬০ শতাংশে নেমে এসেছে।

কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং পোশাক খাতে নিয়োজিত নারীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সি-ক্যাবের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারজিয়া আহমেদ ও হাসান জেমস ‘অপরাজিতা’ প্রকল্পের কার্যক্রম এবং নারী কর্মীদের ওপর পরিচালিত গবেষণার তথ্য তুলে ধরেন।

কর্মশালার শেষে সি-ক্যাব নারী পোশাক কর্মীদের নিয়ে গভীর বিশ্লেষণী প্রতিবেদন তৈরির জন্য ১০ জন সাংবাদিককে ফেলোশিপের ঘোষণা দেয়। সি-ক্যাব বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে গবেষণা ও যোগাযোগের মাধ্যমে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

কর্মশালায় সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নেন। পরে এ সংক্রান্ত রিপোর্টিংয়ের জন্য তাদের কাছ থেকে পয়েন্ট সংগ্রহ করে আয়োজক কর্তৃপক্ষ।

সি-ক্যাব ২০১৮ সাল থেকে নারী শ্রমিকসহ বিভিন্ন বিষয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কমিউনিকেশন অফিসার আখিউজ্জামান মেনন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যৌন নিপীড়ন: আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি

যৌন নিপীড়ন: আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি

২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সালমান শাহ হত্যা মামলা ২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App