×

খেলা

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন নেইমার

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই তৈরি করেছিল বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যোগ করে লিওনেল মেসিকে। তবে তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে এই ত্রয়ী কাজে আসেনি। মেসি ও নেইমার খুব ভালো বন্ধু, তাদের সম্পর্কে ফাটল ধরেনি। সমস্যাটা হয়েছিল এমবাপ্পের। এমনকি ফরাসি ফরোয়ার্ড মেসিকে ঈর্ষাও করতেন। আর কেউ নন, নেইমারই জানিয়েছেন কথাগুলো।

প্যারিস সেন্ট জার্মেইতে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের জুটি শুরুতে বেশ সাফল্য পেয়েছে। কয়েক বছর যেতেই এই দুজনের সম্পর্কের অবনতি ঘটে।

কেউ কাউকে পাস দেন না, আবার পেনাল্টি নিতে গেলেও দুজনের মধ্যে শুরু হয় মন কষাকষি। এই রেষারেষি শুরু হয়েছিল লিওনেল মেসি প্যারিসে পা রাখার পর। নেইমার জানালেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তার দারুণ সম্পর্কে হিংসায় জ¦লছিলেন এমবাপ্পে!

২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে পাড়ি জমান এমবাপ্পে। ওই বছরই ফুটবল ইতিহাসের ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দেন নেইমার।

বার্সেলোনা আর্থিক টানাপোড়েনে পড়লে ২০২১ সালে ‘ফ্রি এজেন্ট’ মেসিকে দলে নেয় পিএসজি। এরপর থেকেই নাকি এমবাপ্পের আচরণে পরিবর্তন আসতে শুরু করে।

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওর সঙ্গে এক পডকাস্টে স¤প্রতি কথা বলেন নেইমার, যা গত বৃহস্পতিবার প্রকাশিত হয়। সেখানে রোমারিও জিজ্ঞাসা করেন, এমবাপ্পে বিরক্তিকর ছিল কিনা, সেটার উত্তরেই এসব তুলে ধরেন নেইমার।

‘না, সে ওরকম ছিল না। তার সঙ্গে আমার কিছু বিষয় ছিল, সামান্য মনোমালিন্যও হয়েছিল। তবে সে আমাদের ভিত্তি ছিল, আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম। সবসময় তার সঙ্গে খেলতাম। তাকে বলতাম, সে বিশ্ব সেরাদের একজন হবে।

সবসময় তাকে সাহায্য করতাম, অনেক কথা বলতাম, সে আমার বাড়িতে আসত, আমরা একসঙ্গে রাতের খাবার খেতাম।’

‘আমরা জুটি গড়ে ভালো কয়েকটি বছর কাটিয়েছি। কিন্তু মেসি আসার পর সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে আমাদের মধ্যে লড়াইও হয়, তার আচরণে পরিবর্তন আসে।’

মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়ে গড়া ফুটবল বিশ্বের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজি। এর পেছনে দলের মধ্যে তৈরি হওয়া অহংবোধকে দায় দিয়েছেন নেইমার। তবে এক্ষেত্রে কারো নাম বলেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর-৩ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App