×

যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ফল ভুগতে হবে : ন্যাটো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:২৬ এএম

রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ফল ভুগতে হবে : ন্যাটো

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় পৌঁছতে রাজি না হয়, তা হলে রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধু দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। 

তার এক দিন যেতে না যেতেই এবার ভারতসহ তিন দেশকে ট্রাম্পের সুরে একই রকম হুঁশিয়ারি দিলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট!

মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠকের পর বুধবার সরাসরি ভারতের নাম উল্লেখ করেই ট্রাম্পের হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন মার্ক। পাশাপাশি, ব্রাজিল এবং চীনকেও সতর্ক করে ন্যাটো মহাসচিব জানিয়ে দেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তাদের ‘কঠোর অর্থনৈতিক শাস্তি’র মুখে পড়তে হতে পারে। 

রুট বলেন, আপনি যদি চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং নিষেধ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, তাদের থেকে তেল ও গ্যাস কিনতে থাকেন, তা হলে কী হতে পারে আপনি জানেন! 

আরো পড়ুন : মস্কোতে হামলা চালাতে ইউক্রেনকে বারণ করলেন ট্রাম্প

মস্কোয় বসে থাকা ব্যক্তি যদি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেন, তা হলে আপনাদের ওপরেও ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরপরই তিন দেশের নেতাদের শান্তি আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘চাপ দেওয়ার’ আহ্বান জানান রুট। 

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করুন এবং তাকে বলুন শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।

এর আগে মঙ্গলবারও রাশিয়া এবং তার বাণিজ্যিক অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিয়েভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য মস্কোকে ৫০ দিন সময় দিয়েছিলেন তিনি। 

পাশাপাশি, ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তাও ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই হুঁশিয়ারির এক দিন পরেই ন্যাটো মহাসচিবের এই মন্তব্য। 

সোমবার ন্যাটোর মহাসচিব রুটের সঙ্গে বৈঠকও করেন ট্রাম্প। সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাদের।

প্রসঙ্গত, ভারতের প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশেরও বেশি আসে বাইরে থেকে। গত কয়েক বছর ধরে তেল আমদানির জন্য মস্কোর দিকে ঝুঁকেছে নয়াদিল্লি। 

২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া থেকে ভারত ৩৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করেছে। সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘর্ষের আবহে বিশ্বের জ্বালানি বাজারে এক অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়ার থেকে তেল আমদানি আরো বাড়িয়েছে ভারত। 

বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুসারে, গত জুন মাসেই রাশিয়া থেকে দৈনিক ২০.৮ লাখ ব্যারেল তেল আমদানি করেছে ভারতের শোধনাগারগুলো। সেই আবহে ভারতকে হুঁশিয়ারি দিল ন্যাটো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে সায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের

ভোটের রাজনীতির প্যাঁচে ভারতে বাঙালি হেনস্তা মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে সায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

মুজিববাদীরা বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে: নাহিদ ইসলাম

মুজিববাদীরা বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে: নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App