×

যুক্তরাষ্ট্র

রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুমকি

জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম

জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে দুটি পারমাণবিক সাবমেরিনকে যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের পর আমি দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ এলাকায় পাঠানোর নির্দেশ দিয়েছি।

তবে এগুলো পরমাণু শক্তিচালিত নাকি অস্ত্রবাহী সাবমেরিন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট সরাসরি হুমকি দিয়েছেন, যা আমরা হালকাভাবে নিচ্ছি না। আমাদের জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এ পদক্ষেপ।

আরো পড়ুন : গাজার মানুষ না খেয়ে আছেন, স্বীকার করলেন ট্রাম্প

সম্প্রতি ট্রাম্প ইউক্রেন যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা নিয়ে মস্কোকে একের পর এক আল্টিমেটাম দিয়ে আসছেন। এই আল্টিমেটামকে ‘উসকানি’ আখ্যা দিয়ে মেদভেদেভ পাল্টা হুঁশিয়ারি দেন এবং টেলিগ্রামে ‘ডেড হ্যান্ড’ নীতি প্রয়োগের ইঙ্গিত দেন। যার অর্থ রাশিয়া আক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে।

মেদভেদেভের মন্তব্যের জেরে মস্কোর শেয়ারবাজারে দরপতন ঘটেছে। ক্রেমলিন এখনও ট্রাম্পের পদক্ষেপ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাম্প। সময়সীমা না মানলে রাশিয়ার তেল ও অন্যান্য পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেদেভ। এই আল্টিমেটামকে ‘নাটক’ এবং ‘যুদ্ধোত্তেজক’ বলে অভিহিত করেছেন তিনি। জবাবে ট্রাম্প তাকে ‘সাবেক ব্যর্থ প্রেসিডেন্ট, যিনি নিজেকে এখনও প্রেসিডেন্ট ভাবেন’ বলে কটাক্ষ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

ছাত্রদল-এনসিপির সমাবেশ রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App