যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের অ্যানাকোন্ডা শহরে একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে এক সাবেক মার্কিন সেনা সন্দেহভাজন হিসেবে পলাতক রয়েছেন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ‘দ্য আউল বার’-এ এই হামলার ঘটনা ঘটে। মন্টানা ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন জানায়, নিহতদের মধ্যে একজন বার অ্যাটেন্ডার এবং তিনজন পৃষ্ঠপোষক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি মাইকেল পল ব্রাউন (৪৫), যিনি সাবেক মার্কিন সেনা এবং বারের পাশেই বাস করতেন। বারের মালিক ডেভিড গোয়ার্ডার বলেন, হামলার সময় তিনি বারে ছিলেন না। তার দাবি, ব্রাউন বারে থাকা সবাইকে চিনতেন এবং কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। সম্ভবত সে কিছু চুরি করেছে।
আরো পড়ুন : জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের
এ ঘটনায় ড্রোন ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন মন্টানার সিনেটর স্টিভ ডেইনস।
পুলিশ জানায়, ব্রাউনকে শেষবার স্টাম্প টাউন এলাকায় দেখা গেছে। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে অভিহিত করা হচ্ছে। অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে, ঘরে অবস্থান করতে এবং দরজা বন্ধ রাখতে বলেছে। সন্দেহভাজনকে কোথাও দেখা গেলে পুলিশকে জানাতে বলা হয়েছে, তবে কেউ যেন তার কাছে না যায়।