×

ভিডিও

ড. ইউনূস ক্ষমতা ছাড়লে যে আইনি জটিলতায় পড়বে বাংলাদেশ

Icon

কামরুজ্জামান আরিফ

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:৩৪ পিএম

   

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার শাসনের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি শূন্যতা তৈরি হয়েছিলো। 

তখন প্রয়োজনের তাগিদে এই সরকার গঠন করা হয় এবং সরকারের বৈধতা নিয়েও কেউ কোনো আপত্তি করেনি কিম্বা এটির আইনগত বৈধতা নিয়েও কেউ তখন প্রশ্ন উত্থাপন করেনি। কিন্তু , যদি এখন কোনো কারণে এই সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে কি হবে? এবং এর আইনগত সমাধানই বা কি?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কী হতে পারে- তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আইনগত দিক থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে, সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি-না, এসব প্রশ্ন এখন আলোচনার টেবিলে। যদিও ড. ইউনূস জানিয়েছেন এখনই তিনি পদত্যাগ করছেন না। 

আলোচনায় উঠে আসা এই প্রশ্নগুলো নিয়ে ইতোমধ্যে কথা বলেছেন আইন বিশেষজ্ঞরা। সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক পরিস্থিতিটাকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তিনি বলেন, আইনে কী বলা আছে, তা এখন ধর্তব্যের মধ্যে পড়ে না। কারণ ‘আইন অনুযায়ী কিছু হচ্ছে না।’ তবে তিনি মনে করেন, ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করলে পরবর্তী সরকার প্রধান নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে একজন ব্যক্তির ব্যাপারে ঐকমত্যে যেতে হবে, যা এই মুহুর্তে কঠিন হবে।

এদিকে, মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে কোনো সাংবিধানিক সংকট হবে না উল্লেখ করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে। 

তবে, তিনি যদি থাকেনও, নির্বাচন করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে সরকার গঠন করা যাবে। এখন যেহেতু নির্বাচন দরকার তাই, নতুন করে আবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দরকার নেই। তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে।

তিনি পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিলের প্রসঙ্গ তুলে বলেন, নির্বাচন দিতে গেলে এই সরকারের আর অন্তর্বর্তীকালীন সরকার থাকার সুযোগ নাই। তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কারণ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সুযোগ রাখা হয়েছে। আইনে এভাবেই আছে যে, নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকার।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় আদালত থেকে রেফারেন্স আনা হয়েছিলো। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে ওই রেফারেন্সের প্রয়োজন নেই বলেও মনে করেন মনজিল মোরসেদ। তবে ড. ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে তার উপদেষ্টা পরিষদও থাকার সুযোগ নাই। 

তবে, প্রধান উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত ইস্যুতে এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে কেউ কোনো মন্তব্য করেননি। তবে ঢাকাসহ সারাদেশে চলমান একের পর আন্দোলনের কারণে সরকারের কাজ করতে যে সমস্যা হচ্ছে  তা স্পষ্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত

বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ যেসব দাবি জানালো বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ যেসব দাবি জানালো বিএনপি

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কোন পথে?

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কোন পথে?

মধ্যনগরের ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি

মধ্যনগরের ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App