×

ভিডিও

যেসব কারণে চাপের মুখে অন্তর্বর্তী সরকার

Icon

অনামিকা রায়

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:৪৯ পিএম

   

গণ-অভ্যুন্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুনীর্তির ঘুণে ধরা দেশের প্রতিটি সেক্টরে যথাযত সংস্কার এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ নিয়ে কাজ শুরু করে তার সরকার। 

কিন্তু দায়িত্ব নেয়ার ৯ মাসের মাথায় ভয়ানক চাপের মুখে পড়েছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি বিবেচনায় ক্ষোভ ও হতাশা থেকে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারাদেশে। প্রশ্ন উঠছে- শেখ হাসিনা সরকারের পতনের পর সবার মতামতের ভিত্তিতে গঠিত এই সরকার কেন এত প্রবল চাপের মুখে পড়লো?

বিশ্লেষক ও রাজনৈতিক নেতারা মনে করছেন, নির্বাচন ও সংস্কারের জন্য কোনো রোডম্যাপ না দেয়া এবং সেরকম কোনো পদক্ষেপও দৃশ্যমান না হওয়া-এ সরকারের জন্য বড় চাপের কারণ। ড. ইউনূস ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের জুনে নির্বাচন আয়োজনের কথা বললেও এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেননি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করছে। 

এদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এ বছর ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। তার এই বক্তব্যও ড. ইউনূসকে অসন্তুষ্ট করেছে। সম্প্রতি, উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি তার দায়িত্ব পালনের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক দলগুলোর অনাস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

এদিকে, দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়াকে সরকারের চাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও, কাজের সীমার বাইরে গিয়ে রাখাইনের সঙ্গে করিডোর বিষয়টি সামনে নিয়ে আসা এবং সবার সঙ্গে কথা না বলে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের দেয়ার ব্যাপারে এগিয়ে যাওয়ার বিষয় নিয়েও সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। বিতর্কিত ব্যক্তিকে নিরাপত্তা উপদেষ্টা করা ও উপদেষ্টাদের একটি অংশের অদক্ষতার বিষয়টিও চাপে ফেলেছে সরকারকে। 

বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা না করে কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের নতুন দল এনসিপিকে অন্যরকম গুরুত্ব দেয়ার অভিযোগও রয়েছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। এর বাইরেও ড. ইউনূসের ব্যক্তিস্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে প্রশ্ন ওঠেছে। এসব মিলিয়েই সরকারের প্রতি আস্থার সংকট ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, গত ৯ মাসে সরকারের সার্বিক পারফর্ম্যান্সই ইউনূস সরকারকে চাপে ফেলেছে। অধ্যাপক ইউনূসের ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’-এর অভিযোগের কারণেও একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। 

অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা না বললেও গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের ঘটনায় সরকার যে এনসিপিকে আলাদা চোখে দেখে তা-ও অনেকের কাছে আরো স্পষ্ট হয়ে গেছে, এমনটাই মনে করছেন তারা। সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত

বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ যেসব দাবি জানালো বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ যেসব দাবি জানালো বিএনপি

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কোন পথে?

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কোন পথে?

মধ্যনগরের ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি

মধ্যনগরের ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App