×

খেলা

খেলায় চ্যাম্পিয়ন দিলোয়ার-আক্কাছ জুটি

ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

Icon

লন্ডন প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১০:৪৯ পিএম

ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের শীর্ষ সংগঠন ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটি-র আয়োজনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বিপুল উৎসাহ ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিউহ্যাম লেজার সেন্টারে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ার রহিমা রহমান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, যারা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং প্রবাসে স্বাস্থ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি জামাল আহমদ খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ড. আনসার আহমদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, আব্দুল বাছির, সুয়েজ মিয়া, আব্দুল মুমিন, শামীম আশরাফ, আলমগীর হোসেন, আব্দুল মুনিম, জাকির হোসেন, আলা উদ্দিন, দিলোয়ার হোসেন প্রমুখ।

চলতি বছরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি ও প্রথম পুরস্কার জয় করেন জনপ্রিয় জুটি দিলোয়ার ও আক্কাছ।

উল্লেখ্য, ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটি প্রবাসে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন করে থাকে। এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী এবং অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গত শতাব্দীর পদধ্বনি শুনতে পাচ্ছি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে

গত শতাব্দীর পদধ্বনি শুনতে পাচ্ছি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে

প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও স্থিতিশীল প্রবৃদ্ধিতে রবি

প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও স্থিতিশীল প্রবৃদ্ধিতে রবি

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুন মাসে দেশসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুন মাসে দেশসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতকর্তা জারি বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতকর্তা জারি বাংলাদেশ ব্যাংকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App