×

আবহাওয়া

৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৫ এএম

৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছবি : সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত চলমান পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এই পূর্বাভাস বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়।

আরো পড়ুন : টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, নিখোঁজ এখনও বহু মানুষ

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী সপ্তাহজুড়ে সারাদেশেই বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযান চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার

ইউরোপে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম!

ইউরোপে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম!

৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়— দীপিকাকে খোঁচা রাশমিকার

৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়— দীপিকাকে খোঁচা রাশমিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App