×

আবহাওয়া

ঢাকায় তাপমাত্রা কমবে, হালকা বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম

ঢাকায় তাপমাত্রা কমবে, হালকা বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

ঢাকাবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২০ জুলাই) দিনের প্রথমার্ধে রাজধানীসহ আশপাশের এলাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে গরমের তীব্রতা কিছুটা হলেও প্রশমিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকালের পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা তাপমাত্রা কমাতে ভূমিকা রাখবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি—সকাল ৬টায় যা ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল নগণ্য, মাত্র ‘ট্রেস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন : ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন কিছু দলের আপত্তি?

এদিকে সারাদেশের জন্য রাতের বুলেটিনে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা শক্তি সঞ্চয় করে ঘণীভূত হলেও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই।

সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দেশের উত্তরাঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এখনই ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টিপাতের কারণে রাজধানীতে গরমের প্রকোপ কিছুটা প্রশমিত হবে বলে আশা করছে আবহাওয়া অফিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App