সারাদেশে বৃষ্টি, তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:৪৯ এএম

দেশের সবকটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছবি : সংগৃহীত
দেশের সবকটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, দেশের দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আরো পড়ুন : দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আশঙ্কা
এদিকে, ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, যেখানে ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অক্ষের একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।